বাবা-মা ও ভাইকে হত্যার অভিযোগে স্পেনে ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে দেশটির পুলিশ। জানা গেছে, পরীক্ষার ফল ভালো করতে না পেরে বাবা-মা ও ছোট ভাইকে হত্যা করার পর মরদেহ নিয়ে তিনদিন ধরে ঘরে একাই ছিল ওই কিশোর। স্থানীয় সময় শনিবার (১২ ফেব্রুয়ারি) এ ঘটনা প্রকাশ করে স্পেনের পুলিশ।
স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি এলচে শহরের বাইরে একটি প্রত্যন্ত গ্রামে ঘটে। এটি দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্দরনগরী অ্যালিক্যান্তে থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে অবস্থিত।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার রাত পর্যন্ত ঘটনাটি জানা যায়নি। তাদের এক আত্মীয় খোঁজ করতে এসে জানতে পারে এ ঘটনা। খোঁজ নিতে গেলে ওই কিশোর তার আন্টিকে জানায়, সে তার বাবা, মা ও ভাইকে হত্যা করেছে। এরপর পুলিশে খবর দেন ওই নারী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। এরপর আটক করা হয় ওই কিশোরকে।
প্রাথমিকভাবে অভিযুক্ত ওই কিশোর জানিয়েছে, স্কুলের গ্রেডিং নিয়ে মায়ের সঙ্গে তর্ক হয় তার। এরপর সে তার বাবার শিকার করা বন্দুক দিয়ে গুলি চালায়। এরপর তার ১০ বছর বয়সী ভাই ও বাবাকেও গুলি করে।
সূত্র :জাগো নিউজ
Discussion about this post