বক্স অফিসে তুমুল জনপ্রিয়তা পেয়েছে আল্লু অর্জুন আর রাশমিকা মান্দান অভিনীত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। এই সিনেমার ডায়ালগ থেকে গান ভারতের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে গেছে সারা বিশ্বে। এবার তার রেশ পৌঁছে গেল ফ্যাশন দুনিয়াতেও। ‘পুষ্পা’র বিভিন্ন দৃশ্য দিয়ে তৈরি করা হল শাড়ি। অভিনব এই শাড়ি মন ছুঁয়েছে ফ্যাশন সচেতনদের।
শাড়ির জন্য বিখ্যাত ভারতের গুজরাট রাজ্যেল সুরাটের এক শাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান চরণজিৎ ক্রিয়েশন এই অভিনব শাড়ি তৈরি করেছে।
‘পুষ্পা’ শাড়িজুড়ে শুধুই আল্লু অর্জুন আর রাশমিকার ছবি ছাপা। কুঁচি থেকে আঁচল, সর্বত্র এক একরকমের ছবি ছাপা। যার ফলে স্বাভাবিকভাবেই শাড়িটি অনেক বেশি রঙিন হয়ে উঠেছে।
ব্যবসায়ী চরণপাল সিংয়ের দাবি, অভিনব এই শাড়ির চাহিদা অন্যরকম। যে দেখছেন, সেই শাড়িটি কেনার ইচ্ছাপ্রকাশ করছেন। আর করবেন না-ই বা কেন? কারণ, ‘পুষ্পা’ জ্বরে কাঁপছেন সবাই।
শাড়িটির প্রস্তুতকারকের দাবি, ওই শাড়ির চাহিদা ভারতের সর্বত্রই। চাহিদা অনুযায়ী জোগান দিতে হিমশিম খাচ্ছেন তারা। অভিনব এই শাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন চরণপাল সিং। নেটিজেনদের অনেকে এই শাড়ির খোঁজ নিয়েছেন। তবে অভিনব এই শাড়ি কত দামে বিক্রি হচ্ছে তা জানা যায়নি।
Discussion about this post