টাঙ্গাইলে অবৈধ পথে পাচারকালে বিপুল পরিমাণ সরকারী গজারি কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। রোববার ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকা থেকে ধাওয়া করে বাউইখোলা থেকে এ কাঠ উদ্ধার করে । এ সময় ১৮০ পিস গজারি কাঠ জব্দ করা হয়।
এ ব্যাপারে বন বিভাগের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া স্টেশন অফিসার সোলাইমান হোসেন জানান, রোববার দিবাগত রাত ৩ টার দিকে মহাসড়ক দিয়ে ট্রাক ভর্তি কাঠ ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় ঢাকা মেট্রো-ট ২২-২৮৪২ নাম্বারের ট্রাকটিকে সিগনাল দিলে তারা না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদেরকে ধাওয়া করে বাউইখোলা এলাকায় থেকে ওই ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায় । পরে ট্রাকটি জব্দ করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে তিনি বলেন।
বিভাগীয় বন কর্মকর্তা ডঃ জহিরুল ইসলাম জানান,করটিয়া স্টেশন মাস্টারকে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা বললে তিনি অভিযান চালায়।
পরে বিপুল পরিমান সরকারী গজারী কাঠ আটক করতে সক্ষম হয় । পরবর্তীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে ।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post