কয়েক মাস হলো বলিউড তারকা ক্যাটরিনা-ভিকি বিয়ে করেছেন। তাদের প্রথম ভালবাসা দিবস ছিল এটা। ভালবাসা দিবসে দিন দুপুরে কিছুটা মন খারাপ ছিল ক্যাটরিনা কাইফের। স্ত্রী ক্যাটরিনার সঙ্গে ভালোবাসার ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন ভিকি।
তিনি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমরা হয়তো এই বছর রোম্যান্টিক ডিনার করতে পারলাম না। কিন্তু এই কঠিন পরিস্থিতিটাকেও তুমি যেভাবে সহজ করে তুললে, তাতে তোমার জবাব নেই।’
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভিকির সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছিলেন ক্যাট। কোনো ছবিতে তাদের আলিঙ্গন করতে দেখা যাচ্ছে। কোথাও আবার স্ত্রীর কপালে চুম্বন দিয়েছেন ভিকি।
ক্যাটরিনা কাইফের এই পোস্টে কমেন্ট করেছিলেন ভিকি কৌশল। তিনি ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমার জীবনের ভ্যালেন্টাইন।’ এবার নিজের সোশ্যাল মিডিয়ায় নব বিবাহিতা স্ত্রী ক্যাটরিনার সঙ্গে ভালোবাসার ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন ভিকি।
এদিন নিজের ইনস্টাগ্রামে ক্যাটরিনা কাইফের সঙ্গে রোম্যান্টিক একটি ছবি পোস্ট করেছেন ভিকি কৌশল। দুই তারকাকে ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে ছবিতে।
দুজনের মুখেই হাসি। ছবি পোস্ট করে ভিকি কৌশল লিখেছেন, ‘তোমার সঙ্গে প্রতিদিনই ভালোবাসার দিন।’ ভিকি-ক্যাটরিনার এমন রোম্যান্টিক ছবি দেখে তাদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। কমেন্ট করেছেন অন্যান্য তারকারাও।
বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে। ভিকি-ক্যাটরিনার কাছে এবছরের ভালোবাসার দিন তাই একটু বেশিই স্পেশাল। ব্যাক টু ব্যাক বলিউডের দুই জনপ্রিয় তারকার এমন ভালোবাসায় ভরা ছবি দেখে নেট নাগরিকরাও রোম্যান্টিকতা অনুভব করছেন। সত্যিই লভ ইজ অন দ্য এয়ার।
প্রসঙ্গত, গত বছর ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সাতশো বছরের পুরনো সিক্স সেন্সে ফোর্টে রাজকীয় কায়দায় বিয়ে করেন তারা। ব্যাপক নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে শুভপরিণয় সম্পন্ন হয় তাদের। বিয়ের পর মেহেন্দি, সঙ্গীত, বিয়ের নানা ছবি নেট মাধ্যমে শেয়ার করে নেন।
Discussion about this post