টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমকে বদলী জনিত কারণে বিদায় ও নবাগত নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইনকে বরণ করে নেয়া হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস রিনা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post