ব্রাজিলের রিও ডি জেনেরিওর উত্তরাঞ্চলীয় পার্বত্য শহর পেট্রাপোলিসে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৯৪ জনের প্রাণহানি হয়েছে। কয়েক দিন ধরে ব্যাপক বৃষ্টিপাতের ফলে এ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাহাড়ের গা ঘেঁষা অনেক ঘরবাড়ি ভেঙে গেছে। পেট্রাপোলিসের অনেক সড়ক পানিতে প্লাবিত হয়ে গেছে এবং গাড়ি ভেসে যেতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘটনার অনেক ভিডিও শেয়ার করেছেন শহরবাসী।
দুর্যোগময় পরিস্থিতির কারণে পেট্রাপোলিসের মেয়র শহরে জরুরি অবস্থা জারি করেছেন।
ধসে পড়া পাহাড়ি কাদামাটির মধ্যে নিখোঁজদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন ব্রাজিলের ন্যাশনাল সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা।
ন্যাশনাল সিভিল ডিফেন্সের পক্ষ থেকে টুইট করে ৯৪ জন নিহতের তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় থাকা ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ের বলসোনারো ভূমিধসে আটকেপড়াদের উদ্ধারে তড়িৎ অভিযানের নির্দেশ দিয়েছেন।
পেট্রাপোলিস বিশ্বব্যাপী পর্যটকদের কাছে আকর্ষণীয় জায়গায়। ব্রাজিলের সম্রাটও গ্রীষ্মকালীন ভ্রমণের জন্য এই পেট্রাপোলিসকে বেছে নিতেন। তবে, ভূমিধসের ঝুঁকিও রয়েছে শহরটিতে। ২০১১ সালে পেট্রাপোলিস ও আশপাশের এলাকায় ভয়াবহ ভূমিধসে ৯০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।
সূত্র : এনটিভি
Discussion about this post