অগ্রযাত্রার এক দশকে ১০ বছরের পর্দাপন উপলক্ষে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল।
শুক্রবার (১৮ ফেব্রয়ারি) বিকালে কালিহাতী প্রেসক্লাবে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
দৈনিক আমার সংবাদ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাইসুল ইসলাম লিটনের সভাপতিত্বে কালিহাতী উপজেলা প্রতিনিধি মো.শরিফুল ইসলামের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত ও কালিহাতী প্রেসক্লাবের সদস্য সচিব কামরুল হাসান মিয়া, দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ইমরুল হাসান বাবু, আনন্দ টিভির প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী মৃদুল, যুগান্তের পত্রিকার কালিহাতী প্রতিনিধি তারেক আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা টিভির উত্তর প্রতিনিধি দাস পবিত্র, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক লোককথার স্টাফ রিপোর্টার কামরুল হাসান,দৈনিক সমকাল পত্রিকার কালিহাতী প্রতিনিধি মীর আনোয়ার হোসেন, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি সোহেল রানা,দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. মনির হোসেন, দৈনিক আলোকিত পত্রিকার প্রতিনিধি সবুজ সরকার, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার টাঙ্গাইল উত্তর প্রতিনিধি নুরনবী রবিন প্রমূখ।
পরে, দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন উপস্থিত সাংবাদিকরা।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post