ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে দুই ভাগ হল যুবকের দেহ

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবক নিহত হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জামালপুর-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের উপজেলার ফলদা গ্রামের ঘোণাপাড়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই অজ্ঞাত যুবক রেললাইনের উপর দিয়ে হাটছিল। এসময় বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা জামালপুরগামী লোকাল ট্রেনে কাটা পড়ে। এতে তার শরীর দুই খন্ড হয়ে যায়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি