শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ’র উদ্যোগে দিনব্যাপী শেরে বাংলা পথকলি স্কুলের বার্ষিক আনন্দ মেলা ২০২২ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী হাজারীবাগের স্কুল মাঠে এই আনন্দ মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা সংগঠনের উপদেষ্টা মো. ফারুক হোসেনের সভাপতিত্বে ও স্কুল কমিটির সভাপতি আর কে রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পরিচালনা পরিষদের সদস্য ও মেম্বার (টেকনিকেল) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনাল ড. মো. মতিউর রহমান।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক লায়ন মো. মজিবুর রহমান হাওলাদার।
সূচনা বক্তব্য রাখেন শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) জহিরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক, এডভোকেট নজরুল ইসলাম সরদার, অধ্যক্ষ মো. কামারুল ইসলাম,ইঞ্জিনিয়ার নুরে আলম সরকার, মিডিয়া ব্যক্তিত্ব শাহীন আল মামুন,অধ্যক্ষ সেলিম, মোঃ মোশারফ হোসেন, রেজা,বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক কাজী আনিসুজ্জামান আরজু, নারী উদ্যোক্তা ও সমাজ সেবিকা ইসরাত জাহান, সংগীত শিল্পী শাহাদাত হোসেন, চিত্রশিল্পী শহীদুল ইসলাম, গীতি কবি সেলিনা আক্তার, জাতীয় নারী আন্দোলন সভাপতি মিতা রহমান, ইঞ্জিনিয়ার মো. হুমায়ূন কবির, এ জে আলমগীর, কানিজ ফাতেমা প্রমুখ।
Discussion about this post