বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২য় তলায় ২২৪ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন নির্বাপণ করা হয়েছে।
শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের সিনিয়র অফিসার মো. শাহজাহান শিকদার আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শনিবার সন্ধ্যা ৬ টা ৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৬ টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।
অক্সিজেন সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানান ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
সূত্র: বাংলাদেশ জার্নাল
Discussion about this post