গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আসামি ওবায়দুর হাওলাদারকে (৪২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ওবায়দুল হাওলাদার কোটালীপাড়ার উত্তরপাড় গ্রামের বিশা হাওলাদারের ছেলে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আসামি ওবায়দুর হাওলাদারকে (৪২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ওবায়দুল হাওলাদার কোটালীপাড়ার উত্তরপাড় গ্রামের বিশা হাওলাদারের ছেলে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে কোটালীপাড়া থানায় সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা জেলার সেকেরহাটের শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদারীপুর র্যাব–৮ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আসামি ওবায়দুর হাওলাদার ঢাকা জেলার সেকেরহাটের শ্যামলী এলাকা অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ওবায়দুল হাওলাদাকে গ্রেফতার করে।
ওবায়দুল হাওলাদা কোটালীপাড়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার পলাতক আসামি (মামলা নম্বর- ০১, তাং-০১.০১.২০২২)।
সূত্র : জাগো নিউজ
Copyright © 2018: muktokhobor24 II Design By : F.A.CREATIVE FIRM
Copyright © 2018: muktokhobor24 II Design By : F.A.CREATIVE FIRM
Discussion about this post