জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কারখানা লিমিটেড-এর শ্রমিক কর্মচারীদের নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহজাহান এবং তোফাজ্জল হোসেন টিটুর ত্রিগ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষ হয়েছে। এদিকে রফিক গ্রুপের হামলায় ৪ জন সাংবাদিক সহ মারাত্মকভাবে আহত হয়েছে-২০ জন। সরেজমিনে ও আহত সাংবাদিকদের সাথে কথা বলে জানা যায়, তথ্য সংগ্রহের জন্য তারা তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় পৌছামাত্র রফিক গ্রুপের সন্ত্রাসীরা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর অতর্কিত হামলা করে।আহতরা হলেন মুভি বাংলা টিভি ও আমার সংবাদ পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি রাইসুল ইসলাম খোকন,সৃষ্টি টিভির প্রতিনিধি আবু সাঈদ, ৭১ বাংলা টিভি ও দৈনিক খবর পত্রিকার প্রতিনিধি সোহেল রানা, এবং বিজয় টিভির প্রতিনিধি সোহানুর রহমান। আরও আহত হন ডুরিয়ার ভিটা গ্রামের আনিছুর রহমান, আল আমিন মন্ডল, সাইফুল ইসলাম। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ সময় সাংবাদিকদের দুইটি মোবাইল ও ৭ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা ।এ ঘটনায় সরিষাবাড়ী থানা পুলিশ আটক করেছে ৮ জনকে। এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল লতিফ এ প্রতিবেদক মাসুদুর রহমানকে জানান, তাৎক্ষণিকভাবে সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক ও তদন্ত কর্মকর্তা আব্দুল মজিদ এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ফলে এখন পরিস্থিতি কিছুটা শান্ত বিরাজ করছে।
মাসুদুর রহমান
স্টাফ রিপোর্টার
Discussion about this post