টাঙ্গাইলের কালিহাতীতে ৩৬টি পানির বোতলে রক্ষিত ১৮ লিটার দেশীয় চোলাই মদসহ সুজন (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার(২৬ ফেব্রুয়ারী) বিকেলে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত সুজন উপজেলার এলেঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের মৃত সোনা মন্ডলের ছেলে।
কালিহাতী থানার সেকেন্ড অফিসার (এসআই) মাহাবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এলেঙ্গা দক্ষিণ পাড়া মাদক ব্যবসায়ী সুজনের নিজ বাড়ির গোয়াল ঘর থেকে তার দুই হাতে দুইটি বাজারের ব্যাগের ভিতর ৩৬ টি কিনলে পানির বোতলে রক্ষিত ১৮ লিটার দেশীয় চোলাই মদসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post