পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা
পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো)’র আয়োজনে ও হেক্ধসঢ়;স/ইপার সুইজারল্যান্ড এর
সহযোগীতায় দলিত/আদিবাসি রাইট্ধসঢ়;স, ইমপাওয়ারমেন্ট এন্ড এ্যাকসেস টু ওর্য়াডস
মেইনস্ট্রীম (ড্রীম) প্রকল্পের আওতায় পরিবেশগত বিপদসমুহ বন্ধকরণে সংশ্লিষ্ট অংশীজনদের
সাথে সোমবার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের সভাকক্ষে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তার সভাপতিত্বে পল্লী
সহযোগী বিষয়ক সংস্থা (আরকো)’র নাইস আক্তারের সঞ্চালনায় উক্ত আলোচনায় সভায় বক্তব্য
রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, পত্নীতলা উপজেলা দূর্নীতি প্রতিরোধ
কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার
আমিনুল হক, আরকো পত্নীতলার সমন্বয়কারী শুকলা, ব্রেলভীর চৌধুরী, নবনির্বাচিত ইউপি
সদস্যবৃন্দ, দলিত ও আদিবাসি প্রতিনিধিগণ প্রমুখ।
আকমাল হোসেন
পত্নীতলা প্রতিনিধি
Discussion about this post