ঘন কুয়াশার কারণে ওমান থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিমানের ১২২ ফ্লাইটটি শাহ আমানতে অবতরণের কথা ছিল।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে ওমানের মাসকাট থেকে আসা বিমানের ১২২ ফ্লাইটটি শাহ আমানতে অবতরণ করতে পারেনি। পরে সেটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। অবস্থার উন্নতি হলে ফ্লাইটটিকে ফিরিয়ে আনা হবে।এদিকে একই কারণে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা বন্ধ রয়েছে।
Discussion about this post