কালিহাতীতে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইলের কালিহাতীতে ৫০তম জাতীয় স্কুল,   মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবারব সকালে উপজেলা স্কুল ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজনে কালিহাতী আর.এস পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান আনছার আলী বি.কম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মোস্তফা কবির, উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম,কালিহাতী আর,এস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন আনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এ সময় উপজেলার  বিদ্যালয়ের শিক্ষার্থীরা  বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।  শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি