টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি বসতঘর পুড়ে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড নাভানা সিএনজি স্টেশনের পাশে শামীম আল মামুনের বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কোন একটি ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়িন লোকজনের ডাক চিৎকারে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসেন। কোন কিছু বুঝার আগেই নাসির উদ্দিন,আউয়াল চৌধুরি,সাদ্দাম হোসেন, জামাল হোসেন ও মনির হোসেনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরগুলো থেকে দ্রুত লোকজন বেরিয়ে আসলে কোন হতাহত হযনি। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলেঙ্গা, টাঙ্গাইল ও কালিহাতী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর আগেই পাঁচটি ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলেঙ্গা ফায়ার স্টেশনের টিম লিডার মুস্তাফিজুর রহমান জানান, উপসহকারী পরিচালক আলাউদ্দিন স্যারের নেতৃত্বে এলেঙ্গা, টাঙ্গাইল, ও কালিহাতী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটছে। ক্ষতিগ্রস্থরা ক্ষতির পরিমান ২০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে দাবি করলেও ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান ক্ষতির পরিমান ১২ লক্ষ টাকা।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post