টাঙ্গাইলের কালিহাতী উপজেলার লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের এইচএসসি ২০২১-২২ শিক্ষাবর্ষে নবীন ছাত্রীদের ক্লাস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (০২ মার্চ) দুপুরে কলেজ অডিটোরিয়ামে ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. লুৎফর রহমান মতিন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য সেকান্দর আলী লেবু, উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার প্রমুখ।
এসময় এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন বাবুসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, নবীন ও কলেজের সকল ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারি অধ্যাপক ধনঞ্জয় কুমার সেন।
বক্তারা বলেন- নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাগ্রহণ করে অনেক ছাত্রী দেশের বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post