গাজীপুরে বাংলাদেশ কালেক্টরেট সহকারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন উন্নীতকরণের দাবীতে দ্বিতীয় দিনেও পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচী পালন করা হয়েছে।
২ মার্চ বুধবার সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কালেক্টরেট সহকারীরা নিজ নিজ অফিসের বাইরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) গাজীপুর জেলা শাখার সদস্যরা।
এ সময় সেখানে বাকাসসের গাজীপুর জেলা শাখার সভাপতি এস.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাকাসসের গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আজাহারুল হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ সিরাজউদ্দৌল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক দীপাঙ্কর চন্দ্র দাস, অর্থ সম্পাদক মোঃ আশাদুল হক, দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোঃ জাকারিয়া প্রমুখ।
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)
গাজীপুর জেলা প্রতিনিধি
Discussion about this post