টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরকারি শামসুল হক কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে কলেজ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ আনেয়ারুল কবীরের সভাপতিত্বে অুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ নয়া মিয়া, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হাসান হাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক নূরজাহান বেগম, এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র শরীফুল ইসলাম, ক্রীড়া শিক্ষক মাসুদ ভূইয়া প্রুমখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের নামে এই কলেজ। বর্তমান অধ্যক্ষ এই কলেজের ছাত্র। আজ তোমরা যারা শিক্ষার্থী, মনোযোগ দিয়ে পড়াশোনা করলে তোমরাই হবে দেশের আগামীর ভবিষ্যত।#
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post