নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
শনিবার (৫ মার্চ) দুপুরে কালিহাতী উপজেলা, কালিহাতী পৌর ও এলেঙ্গা পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় সংলগ্ন চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজনু মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কালিহাতী পৌর বিএনপির নেতা ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকী, এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একাব্বর আলী, কালিহাতী পৌর বিএনপি নেতা সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ হোসেন শাফী প্রমুখ।
বিক্ষোভ সমাবেশটি সঞ্চালনা করেন কালিহাতী কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি