নড়াইলে পুলিশ সদস্যকে অবসর বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করলেন এসপি প্রবীর কুমার রায়। পুলিশ সুপারের কার্যালয়, নড়াইল থেকে কনস্টেবল/২১৫ কাজী রবিউল ইসলামকে অবসর জনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান এবং সুসজ্জিত সরকারি গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। গতকাল সকলে অবসরে যাওয়ার সময় এ সম্মানজনক বিদায় পেয়ে উক্ত পুলিশ সদস্য অত্যন্ত আনন্দিত হয় এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এ সময় এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর দপ্তর, প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উজ্জ্বল রায়
জেলা প্রতিনিধি নড়াইল
Discussion about this post