সিলেট নগরীর গোয়াবাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে। ভয়াবহ আগুনে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ৩ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এক শিশুও দগ্ধ হয়েছে। নিহত বৃদ্ধার নাম শোভা রানি চন্দ (৮০)। তিনি মৃত শচিন্দ্র চন্দের স্ত্রী।
জানা যায়, শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে গোয়াবাড়ির মোহনা আবাসিক এলাকার একটি কলোনিতে রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুন লেগে যায়। ওই কলোনিটি সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার মালিকানাধীন।
আগুণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায় বসতঘরের ৮টি কক্ষ। আর ঘরের ভেতরে মারা যান বৃদ্ধা।
আবুল কাশেম রুমন
সিলেট প্রতিনিধি
Discussion about this post