টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়ায় অভিযান চালিয়ে হেরোইন ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) ।
বৃহস্পতিবার (৩ মার্চ) কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার এলেঙ্গা উত্তরপাড়ার ইতি (৩২), ঘাটাইল উপজেলার চান্দশী গ্রামের আশরাফ ওরফে রুবেল, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভবনপাড়া গ্রামের মৃত ইমাজ উদ্দিনের ছেলে মজিবুর রহমান (৭০)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানাযায়, টাঙ্গাইল জেলা গোয়েন্দা (ডিবি) দক্ষিণের এসআই আলমগীর, এসআই রাইজ উদ্দিন, এএসআই সুলতান আলী সেখ ও এএসআই নজরুল ইসলামের নেতৃত্বে বুধবার রাতে একদল গোয়েন্দা পুলিশ কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়া অভিযান পরিচালনা করে। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫ লাখ টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইন ও নগদ (৮৩০০) টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বৃহস্পতিবার ডিবি দক্ষিণের এসআই রাইজ উদ্দিন কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post