গাজীপুরে সালনা হাইওয়ে পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।
৭ মার্চ সোমবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালে ৭ই মার্চে প্রদত্ত ভাষণের দিনটিকে “ঐতিহাসিক ৭ই মার্চ” ২০২২ জাতীয় দিবস হিসেবে উদযাপন উপলক্ষে কালিয়াকৈরের চন্দ্রা মোড়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন। উক্ত আলোচনা সভার উপস্থিত ছিলেন এলাকার মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন তার বক্তব্য বলেন, আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের আজকে এই দিনে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অসীম সাহসীকতার সাথে ঢাকার রেসকোর্স ময়দানে বিকাল ৩.২০ মিনিটে লাখ জনতা উদ্দেশ্যে বজ্রকন্ঠে যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন তা ছিল মূলত বাঙ্গালী জাতীর মুক্তির সনদ। তিনি তৎকালিন রাজনৈতিক পরিস্থিতি বাঙ্গালীর আবেগ ও স্বপ্নকে এক সূত্রে গেথে বজ্রকন্ঠে ঘোষনা করেন ”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন একটি জনগোষ্টির মুক্তির মহাকাব্য। গণতন্ত্র বিশ্বমানবতার মুক্তির সংগ্রামে এ ভাষন যুগেযুগে অনুপ্রেরণা যোগাবে । এ ভাষনে প্রথম অংশে ছিল ইতিহাস দ্বিতীয় অংশে বাঙ্গালীর জাতির উপর নির্যাতন নিপীড়নের কথা এবং শেষাংশে ছিল বাঙ্গালী জাতির মুক্তির ডাক। এ ভাষন পাল্টে দিয়েছে একটি দেশের মানিচিত্র, জাতীয় পতাকা ,জাতীয় সংগীত। এ ভাষন শুধু বাঙ্গালী জাতীর জন্যই নয় বিশ্ব মানবতার জন্য একটি মহামূল্যবান দলিল। যার কারনে ইউনেস্কো ২০১৭ সালে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষন কে স্বীকৃতি প্রদান করেন।
স্টাফ রিপোর্টার
মুহাম্মদ আতিকুর রহমান
Discussion about this post