দেশে গত ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া গণটিকা কার্যক্রমে প্রথম ডোজ যারা নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে আগামী ২৮ মার্চ।
সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
গত ২৬ ফেব্রুয়ারিতে একদিনে এক কোটি স্লোগানে দেশে গণটিকা কার্যক্রমের ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদফতর। সেদিনই দেশে টিকার প্রথম ডোজ দেওয়ার শেষ তারিখ বলেও ঘোষণা দেওয়া হয়। এতে টিকাদান কেন্দ্রে দেখা দেয় উপচেপড়া ভিড়। ওই পরিস্থিতিতে সেদিন বিকালেই স্বাস্থ্যমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলনে জানান, মানুষের আগ্রহ দেখে গণটিকাদান কর্মসূচি আরও দুদিন বাড়ানো হয়েছে। সে হিসাবে কার্যক্রম চলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
সোমবার মন্ত্রী বলেন, এই কার্যক্রমের আওতায় তিন দিনে প্রায় দুই কোটি ২৫ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। যারা প্রথম ডোজ পেয়েছেন তারা ২৮ মার্চ থেকে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ পাওয়ার অপেক্ষায় আছেন প্রায় তিন কোটি ৮৬ লাখ মানুষ।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post