টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্ৰগন্য ” শ্লোগানে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২২।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন।আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post