কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে তৃতীয় শ্রেণীর সরকারী কর্মচারীদের দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত এবং সচিব কমিটির ২নং সিদ্ধান্তের আলোকে পদ পদবী পরিবর্তন ও উন্নত বেতন স্কেল বাস্তবায়নের লক্ষে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীবৃন্দ।
বাংলাদেশ বিভাগীয় কমিশনার সহকারী সমিতি, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ও বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতির বাস্তবায়নে মঙ্গলবার (১ মার্চ) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে উক্ত কর্মবিরতি পালন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভুমি অফিসে কর্মরত ৩য় শ্রেনীর কর্মচারীরা অংশ গ্রহন করেন।
সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৪ মার্চ পর্যন্ত সকাল ৯টায় হাজিরা খাতায় সই করে বিকেল ৫টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করবেন বলে জানা যায়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হিসাব সহকারী মোফাজ্জল হোসেন, সিএ হারুন, উপজেলা ভূমি অফিসের নাজির ও বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ মিয়া ও একই কার্যালয়ের সার্টিফিকেট পেশকার মনির হোসেন প্রমুখ।
বক্তারা এ সময় তৃতীয় শ্রেণীর সরকারী কর্মচারীদের পদ পদবী পরিবর্তনসহ উন্নত বেতন স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post