যুদ্ধকবলিত ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, দুই সপ্তাহ আগে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য চালু করা ‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে ভারতীয় কর্র্তৃপক্ষ বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল, তিউনিসিয়াসহ আরও কয়েকটি দেশের আটকে পড়া নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের উদ্ধার করেছে।
সংবাদ সংস্থা এএনআই পাকিস্তানের এক শিক্ষার্থীর একটি ভিডিও শেয়ার করেছে। ইউক্রেন থেকে সরিয়ে নেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ওই শিক্ষার্থী।
তিনি বলেন, আমি কিয়েভের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই, এখানে আমাদের সর্বাত্মক সহায়তা করার জন্য। কারণ আমরা একটি খুব কঠিন পরিস্থিতিতে আটকে ছিলাম এবং আমি ভারতের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাতে চাই, আমাদের সহায়তা করার জন্য। আশা করি, ভারতীয়দের কারণে আমরা নিরাপদে বাড়ি ফিরতে পারব।
সূত্র : বার্তা২৪