টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ৩.৪৫ টার সময় অভিযান চালিয়ে করে ১৫০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারাংপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে ইউসুফ আলী (২৭) ও একই উপজেলার মোহরাপুর এলাকার আ. রাজ্জাকের ছেলে মো. আল আমিন (২২)।
অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ছয় হাজার ১৯০ টাকা, ৩টি মোবাইল ফোন ও ৩ টি সিম কার্ড জব্দ করা হয়।
র্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩, টাঙ্গাইলের কর্মরত মেজর কাজী আলমগীর হোসেন এবং ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার নতুন বাসস্ট্যান্ডে ফাইভ স্টার ক্লাসিক বাস কাউন্টারের পূর্ব পাশে অভিযান চালায়।
অভিযানে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তারা পরস্পর যোগসাজসে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছে।
র্যাব-১২ আরও জানায়, জব্দকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় পনের লাখ টাকা। গ্ৰেপ্তারকৃতদের নামে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮ (গ) ধারায় একটি মামলা করা হয়েছে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি