লাঙ্গলকোট সচেতন নাগরিক সচেতন পরিষদ আহ্বায়ক তোফায়েল আহমেদ তপু বলেন, দশের বাজারে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে। মানুষের দিকে সরকারের কোনো খেয়াল নেই। সরকারের দূর্নীতির ফলে দেশে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। আজকে দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে।
শুক্রবার (১১ জানুয়ারি) কুমিল্লার লাঙ্গলকাটে ‘‘দ্রব্যমূল্যের উর্দ্বগতির প্রতিবাদে” লাঙ্গলকোট সচেতন নাগরিক সচেতন পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনসাধারণের জীবনে স্থবিরতা নেমে এসেছে। বর্তমান দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়ানো মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এদিকে সরকারের কোন দৃষ্টি নেই।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ন্যাপ মহাসচিব মো. মহসীন ভুইয়া বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন স্থবির হতে চলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন স্থবির হতে চলেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে গণবিরোধী ব্যাবসায়ী সিন্ডিকেট এখন সরকার নিয়ন্ত্রন করছে। সরকারের ভিতর লুটেরাদের সহযোগিতায়ই সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। অবৈধ ব্যবসায়ী-সিন্ডিকেট শুধু বাজার নয়, সরকারকেও নিয়ন্ত্রণ করছে। সরকার লুটেরা, মুনাফাখোর ও মজুদদারদের পাহারাদার হিসেবে ব্যবসায়ী-সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে।
আরো বক্তব্য রাখেন একরামুল, লোকমান হোসেন, সোহেল আহমেদ প্রমুখ।
Discussion about this post