আমাদের অধিকার, আমাদের সচেতনতা’’ এ প্রতিপাদ্যকে ধারণ করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কালিহাতী প্রাথমিক সহকারী শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ দাবি নিয়ে মানববন্ধন করেন তাঁরা।
কর্মসূচীতে সহকারী শিক্ষকদের ন্যায্য দাবী ১০ম গ্রেডের দাবীতে বক্তারা মূল্যবান যুক্তি তুলে ধরেন।
কালিহাতী প্রাথমিক সহকারী শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি মৃনাল কান্তি ঘোষের সভাপতিত্বে দাবি তুলে ধরে বক্তব্য দেন, উপদেষ্টা নাসিমুল, শাহ আলম সিদ্দিকী, রহুল আমিন ফিরোজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, সাজু আহমেদ, আলমগীর হোসেন, মোখলেছুর রহমান, প্রদীপ মজুমদার, মনির হোসেন, আব্দুল জলিল, নজরুল ইসলাম ও ছানোয়ার হোসেন প্রমুখ।
এসময় শিক্ষক বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ব্যাপকভাবে সাধিত হলেও শিক্ষকদের জীবনমানের উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। মাথাপিছু আয় ২০১৫ সালের তুলনায় বেড়েছে প্রায় দ্বিগুণ। অথচ সহকারী শিক্ষকদের বেতন তেমনটা বাড়েনি। এমতাবস্থায় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানবেতর জীবন যাপন করছে শিক্ষকরা।
বৈষম্যের চিত্র তুলে ধরে শিক্ষকরা আরও বলেন, দেশে স্নাতক পাশের যোগ্যতায় অন্য পেশায় ৯/১০ গ্রেড দেওয়া হলেও সহকারী শিক্ষকদের দেওয়া হয়েছে ১৩তম গ্রেড, যা বৈষম্য বৈ আর কিছু নয়। ডিপ্লোমা (এইচএসসি সমমান) করে নার্স ও কৃষি উপ-সহকারীগণ ১০ গ্রেডে বেতন পেলেও ১৩তম গ্রেডের বেতন পাচ্ছেন দেশ তৈরির এই কারিগররা। তাই অচিরেই গ্রেড বৈষম্য বিলোপ করে সহকারী শিক্ষকদের দশম গ্রেড ঘোষণার দাবি জানিয়েছে তারা।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post