চিটাগাং কাস্টমস সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক (২০২২- ২০২৪) নির্বাচনে আকতার-বাচ্চু-বিলুর নেতৃত্বাধীন সমমনা পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে।
নির্বাচনে আকতার-বাচ্চু-বিলুর নেতৃত্বাধীন সমমনা পরিষদের এ কে এম আকতার হোসেন সভাপতি, মো. আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু) প্রথম সহ-সভাপতি ও কাজী মাহমুদ ইমাম (বিলু) সাধারণ সম্পাদক হিসেবে বিজয় লাভ করেন।
অপর প্যানেল সম্মিলিত-সমমনা ঐক্যজোট থেকে দ্বিতীয় সহ-সভাপতি নুরুল আবছার, অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন ও নির্বাহী সদস্য পদে আবু সালেহ বিজয়ী হয়েছেন।
এছাড়া বাকি সব পদে জয়ী হয়েছে আকতার-বাচ্চু-বিলু প্যানেলের সমমনা পরিষদ।
অন্যান্য পদে যারা বিজয়ী হলেন :
তৃতীয় সহ-সভাপতি : মো. ফারহান-এ-আলম খান
প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক : মো. গোলাম রাব্বানী (রিগ্যান)
দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক : মো. উবায়দুল হক (আলমগীর
কাস্টমস বিষয়ক সম্পাদক : আশরাফুল হক খান (স্বপন)
কাস্টমস বিষয়ক প্রথম সহ সম্পাদক : আবদুল মতিন
কাস্টমস বিষয়ক দ্বিতীয় সহ সম্পাদক : মো. সাঈফ উদ্দিন সিদ্দিকী
বন্দর বিষয়ক সম্পাদক : মো. লিয়াকত আলী হাওলাদার
বন্দর বিষয়ক প্রথম সহ সম্পাদক : আমিনুল হক
বন্দর বিষয়ক দ্বিতীয় সহ সম্পাদক : মো. হাছান মুরাদ
প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক : মো. ওমর ফারুক
প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক : মো .জয়নুল আবেদীন রানা
সাংস্কৃতিক, শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক : শিহাব চৌধুরী বিপ্লব
নির্বাহী সদস্য :
মোহাম্মদ মনিরুল ইসলাম
মো. আলাউদ্দিন আল-আজাদ
মো. আবুল খায়ের
মো. আব্দুল মান্নান (সোহেল)
মো. জামাল উদ্দিন (বাবলু)
পার্থ প্রতিম বড়ুয়া (জয়)
মোহাম্মদ নিজাম উদ্দীন মঞ্জু
মো. আবদুল মান্নান পাটোয়ারী
মোহাম্মদ নুরুন্নবী (রিপন)
মো. ফোরকান
আলিমুল মোস্তফা চৌধুরী (মিনহাজ)
Discussion about this post