টাঙ্গাইলের ঘাটাইল থেকে রবিবার (১৩ মার্চ) রাত ১.১০ টার সময় অভিযান চালিয়ে করে ২০০ পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোপদ এলাকার মো.শরাফত আলীর ছেলে মো. হাসিম (২৬) ও একই উপজেলার মালাউড়ী এলাকার মৃত- আ. রশিদের ছেলে মো. রাশিদুল ইসলাম (২৬)।
অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ এক হাজার ৮ শত টাকা সহ মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল ও ২টি মোবাইল,৩টি সিম কার্ড ফোন জব্দ করা হয়।
র্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩, টাঙ্গাইলের কর্মরত মেজর কাজী আলমগীর হোসেন এবং ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান চালায়।
অভিযানে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল জেলার ঘাটাইলসহ বিভিন্ন উপজেলায় এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল।
র্যাব-১২ আরও জানায়, জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।গ্ৰেপ্তারকৃতদের নামে টাঙ্গাইল ঘাটাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় একটি মামলা করা হয়েছে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post