টাঙ্গাইলের নাগরপুরে একই সেতু একাধিকবার বিকল, ঢিলেঢালাভাবে সংস্কার

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নে টেংরিপাড়া গ্রামে নয়াইনদীর খালের উপর-আরিচা মহাসড়কের স্টীলের বেইলী ব্রীজ মাসে একাধিকবার ক্ষতিগ্রস্ত হলেও হচ্ছে না স্থায়ী সংস্কার। গত (৮ মার্চ) বেইলি ব্রিজটি সরিষা ভর্তি ট্রাক পারাপারের সময় পাটাতন ভেঙ্গে ব্রীজের মাঝখানেই আটকে যায়। দায়সাড়া মেরামতের ফলে রবিবার (১৩ মার্চ) সকালে সংস্কারের দুই দিনের মধ্যেই সেতুর পাটাতন পুনরায় ভেঙে যাওয়ায় সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনার পর থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে যান চলাচল। এতে স্থবির হয়ে পড়েছে দু’পারের ব্যবসা বাণিজ্য।

স্থানীয়দের অভিযোগ প্রশাসনের গাফলতির কারনে ঝুকিপূর্ণ ব্রীজ দিয়ে অতিরিক্ত ওজনের ভারী যানবাহন চলাচল করায় ব্রীজের পাটাতন সরে গিয়ে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সেতু মেরামতে স্থায়ী সমাধান না হওয়ায় টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক এই মহাসড়কে অস্বাভাবিকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল এবং জনসাধারণকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে মেরামতের বিষয়টি নিশ্চিত হয়েছি। সাময়িকভাবে মানুষ চলাচলের উপযোগী করার জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জানান, সেতুটি অনেক পুরাতন এবং অতিরিক্ত ওজনের ভারী যান চলাচল করায় সেতুটি বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সেতুর টেকসই সংস্কারের। অতিরিক্ত ওজনের ভারী যান চলাচল নিয়ন্ত্রণ সম্ভব হলে সেতুর সংস্কার টেকসই হবে।

 

কামরুল হাসান

টাঙ্গাইল প্রতনিধি