বাংলাদেশে তামাকবিরোধী সাংবাদিকতায় ফেলোশিপ দেবে ঢাকা আহ্ছানিয়া মিশন। এ ফেলোশিপ কার্যক্রমের উদ্দেশ্য তামাকবিরোধী প্রতিবেদন তৈরি ও প্রকাশে সাংবাদিকদের উদ্বুদ্ধকরণ ও দক্ষতা বাড়ানো।
ফেলোশিপের বিভাগ
নিম্নোক্ত ক্ষেত্রগুলোতে মোট ৮টি ফেলোশিপ প্রদান করা হবে। এগুলো হলো:
– জাতীয় প্রিন্ট মিডিয়া ফেলোশিপ (বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকা)
– অনলাইন মিডিয়া ফেলোশিপ (অনলাইন নিউজ পোর্টাল)
– ইলেক্ট্রনিক মিডিয়া ফেলোশিপ (টেলিভিশন)
এক্ষেত্রে প্রিন্ট ও অনলাইন মিডিয়াতে ৪টি ও টেলিভিশন মিডিয়াতে ৪টি ফেলোশিপ প্রদান করা হবে।
প্রার্থীর যোগ্যতা
– জাতীয় দৈনিক সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক
– সংবাদমাধ্যমে ন্যূনতম ২ বছরের পূর্ণকালীন কর্ম অভিজ্ঞতা
– তামাক বিরোধী সংবাদ ও প্রতিবেদন প্রকাশে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে
– নারী সাংবাদিকদের এই ফেলোশিপে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে
আবেদনের নিয়মাবলী
– ছবি ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তসহ ই-মেইলে (pressdamhs@amic.org.bd) অথবা ডাকযোগে (মিডিয়া ম্যানেজার, তামাক নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশন, বাড়ি-১৫২, ব্লক-ক, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭) আগামী ২৫ মার্চ, ২০২২ এর মধ্যে আবেদন করতে হবে।
– ওয়ার্কশপের মাধ্যমে ফেলোশিপে অংশ নেবার সুযোগ পাবেন। এজন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে।
নির্বাচন প্রক্রিয়া
আগ্রহী সাংবাদিকদের আবেদন যাচাই বাছাই করে নির্বাচিতদের ওয়ার্কশপে অংশ নেবার সুযোগ দেয়া হবে। ওয়ার্কশপের জন্য নির্বাচিতদের ফোনে ও ই-মেইলে জানানো হবে।
প্রতিবেদন প্রকাশ/প্রচার
ফেলোশিপে অংশগ্রহণকারী তার নিজ উদ্যোগে সংশ্লিষ্ট যে কোন মাধ্যমে প্রতিবেদন প্রকাশ/প্রচার এর ব্যবস্থা করবেন এবং প্রকাশিত/ প্রচারিত প্রতিবেদনের কাটিং/ লিংক/ ক্লিপিংস নিজ উদ্যোগে ই-মেইলের (pressdamhs@amic.org.bd) মাধ্যমে প্রেরণ করবেন। ফেলোশিপে অংশগ্রহণকারী প্রত্যেকে সর্বোচ্চ ৩টি করে প্রতিবেদন জমা দিতে পারবেন।
সিদ্ধান্ত গ্রহণ ও বিবিধ
ওয়ার্কশপে অংশ নেবার পর থেকে প্রতিবেদন প্রকাশের সময়কাল ৬০ দিন। জমাকৃত প্রতিবেদন থেকে বাছাইকৃত সেরা ৮টি প্রতিবেদনের জন্য ফেলোশিপ প্রদান করা হবে। ৮টি প্রতিবেদন একটি বিচারক প্যানেলের মাধ্যমে যাচাই-বাছাইপূর্বক নির্বাচন করা হবে। ফেলোশিপ প্রাপ্ত ব্যক্তিকে সাফল্যের সাথে অনুমোদিত কার্যক্রম সম্পাদন সাপেক্ষে তামাকবিরোধী সাংবাদিকতায় ফেলো হিসেবে সনদপত্র ও সম্মানী প্রদান করা হবে।
প্রদেয় সম্মানী
ফেলোদের সম্মানী হিসেবে নির্বাচিত ৮ জনের প্রতিজনকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা করে প্রদান করা হবে।
উল্লেখ্য, ফেলোশিপ সংক্রান্ত যে কোন বিষয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
Discussion about this post