ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের ভেতর নিজ দেশের আহত সেনাদের দেখতে হাসপাতালে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গণমাধ্যম এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে জেলেনস্কিকে হাসপাতালে আহত সেনাদের খোঁজ নিতে দেখা গেছে।
প্রকাশিত ওই ভিডিওতে জেলেনস্কি বলেন, ‘সুস্থ হয়ে ওঠো তোমরা। তোমাদের শক্তি কামনা করি তোমাদের জন্য। তোমরা প্রকৃতপক্ষে মহান।’
হাসপাতালে সেনাদের খোঁজ নেয়ার পাশাপাশি তাদের সাহসিকতার প্রশংসা করে পদকও দেন প্রেসিডেন্ট। এসময় তাদের সাথে সেলফিও তুলতে দেখা যায় তাকে।
রুশ সামরিক বাহিনীর অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো নিজের অফিস আর বাসার বাইরে এলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই তিনি নিজের উপস্থিতির জানান দিয়েছেন আগে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
Discussion about this post