মুক্তি পেয়েছে ইফতেখার শুভ রচিত ও পরিচালিত সিনেমা ‘মুখোশ’।
শুক্রবার (৪ মার্চ) একযোগে সারাদেশে চলচ্চিত্রটি মুক্তি পায়। মূলত নির্মাতারই লেখা উপন্যাস ‘পেজ নম্বর ৪৪’-এর অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমণি, রোশান, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।
সিনেমার নানা প্রচারণায় এখন ব্যস্ত পরীমণি। এবার এক অন্যকাণ্ড ঘটালেন তিনি। ছবিটির নির্মাতা ইফতেখার শুভ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায় পরীমণি টিকেটের লাইনে গিয়ে নিজেই টিকিট কাটছেন মুখোশ সিনেমার।
প্রথমে কাউন্টারে দাঁড়িয়ে পরীমণি মুখোশের ছয়টি টিকিট চান। এর পর নিজের ব্যাগ থেকে টিকিটের টাকাও দেন কাউন্টারে, তবে টিকিট শেষ হয়ে যাওয়ায় মাত্র দুটি টিকিট পান অভিনেত্রী।
দেশের ৩৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে মুখোশ। তবে ১১ মার্চ নতুন দুটি সিনেমা মুক্তি পেলেও এখনও বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টারসহ ৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে মুখোশ।
Discussion about this post