বগুড়ায় বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় খাইরুল বাসার নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে একদল যুবক। সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
শনিবার দিবাগত রাত ১০টায় শহরের ইয়াকুবিয়া মোড় এলাকায় ঘটনাটি ঘটে। আহত খাইরুল বগুড়া বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের একজন শিক্ষার্থী ও সবুজ সংঘ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। তিনি শেরপুর উপজেলার নয়মাইল এলাকার আব্দুল মজিদের ছেলে।
জানা গেছে, রাতে একজন বান্ধবীসহ তারা চারজন বন্ধু সাতমাথায় খাওয়া-দাওয়ার জন্য গিয়েছিলেন। তারা সবাই সবুজ সংঘ ফাউন্ডেশনের সদস্য। খাওয়া-দাওয়া শেষে খাইরুলসহ তারা হেঁটে হেঁটে ইয়াকুবিয়ার মোড়ে আসেন। ওই সময় দুটি মোটরসাইকেলে থাকা ৬ জন যুবক তাদের বান্ধবীকে উত্ত্যক্ত করে। এসময় খাইরুল প্রতিবাদ করে। এরপরই আচমকা ওই যুবকরা লাঠি নিয়ে খাইরুলকে পেটাতে থাকে এবং ছুরিকাঘাত করে। তখন খাইরুলের বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বাংলাদেশ জার্নালকে বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
Discussion about this post