টাঙ্গাইলের কালিহাতীতে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় ও সন্ধায় উপজেলার সল্লা এলাকায় এদুর্ঘটনাটি ঘটে। নিহত দুজনের কারো নাম পরিচয় জানা যায়নি ।
রেলওয়ে পুলিশ সূত্রে জানাযায়, আজ দুপুরের দিকে টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম বলেন, এবিষয়ে কমলাপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি দাফন করা হবে।
অন্যদিকে উপজেলার সল্লা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। সন্ধা সাড়ে ৬টার দিকে এদুর্ঘটনাটি ঘটে।
এবিষয়ে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে । তারা এসে মরদেহ নিয়ে যাবে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post