পত্নীতলায় জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে
আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসীদের চাকুরীতে ৫% কোঠা পূনর্বহাল সহ ৯ দফা দাবি আদায়
এবং জেলা ও উপজেলা পর্যায়ে সকল কমিটিকে শক্তিশালি করার লক্ষে আদিবাসী নেত্রীবৃন্দের এক মতবিনিময়
সভা শুক্রবার পত্নীতলা উপজেলা আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁর আহবায়ক ও জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি বিভাগীয় সাংগঠনিক
সম্পাদক নরেন চন্দ্র পাহানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়
আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিন্দ্রনাথ সরেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়
আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডী, কোষাধ্যক্ষ সুধীর তির্কী, জাতীয়
আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার উপদেষ্টা যোগেন্দ্রনাথ পাহান, জয়নাল আবেদীন মুকুল, মোশারফ হোসেন
চৌধুরী, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সাবেক সভাপতি দেবেন্দ্রনাথ পাহান, আইন বিষয়ক
সম্পাদক হাকিম উরাও। এসময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ সদর সভাপতি অনিতা তির্কী,
সাধারণ সম্পাদক নিতাই পাহান, পত্নীতলা সভাপতি সুজিত পাহান, সাপাহার সভাপতি ভুট্টু পাহান, মহাদেবপুর
সভাপতি দিলিপ পাহান, পরেশ টুডু, সাংবাদিক দিলিপ চৌহান সহ জেলার ১১ উপজেলার জাতীয় আদিবাসী
পরিষদের সভাপতি, সম্পাদক ও অন্যান্য নেত্রীবৃন্দ।
মতবিনিময় সভায় সিদ্ধান্ত গৃহিত হয়যে আগামী ১৮ মে আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসীদের
চাকুরীতে ৫% কোঠা পূনর্বহাল সহ ৯ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রদানের
লক্ষে মাননীয় জেলা প্রশাসক মহাদয়ের নিকট প্রদান করা হবে।
আকমাল হোসেন
পত্নীতলা প্রতিনিধি।
Discussion about this post