দেশের নানা এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি হবে রাতভর। এরপর রোববার ভোর থেকে রোদ ঝলমলে দিন দেখবে দেশ।
রোববার থেকে এক সপ্তাহ দেশের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৩ এপ্রিল) অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘কাল থেকে সারাদেশে বৃষ্টি কমে যাবে। তবে আজ বিকেলে বা সন্ধ্যার দিকে বৃষ্টি হবে। সাধারণত এখন মেঘটা তৈরি হয় বিকেলের পরে। এখন পর্যন্ত আমাদের পূর্বাভাসে বলা হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে বেশি বৃষ্টি হবে। তবে অন্যান্য বিভাগেও হালকা-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
তিনি বলেন, ‘এখন শুধু বৃষ্টি না, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হবে। এখন বৃষ্টি হলেই বাতাস থাকবে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে আগামীকাল থেকে পুরোদমে তাপমাত্রা বেড়ে যাবে।
এই আবহাওয়াবিদ জানান, আগামীকাল থেকে ২৯/৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা শুষ্ক থাকবে। মাসের শেষের দিকে আবারও ঝড়-বৃষ্টি শুরু হবে। এপ্রিলে বাংলাদেশের আবহাওয়ার ধরনটাই এমন। এই রোদঝলমলে আকাশ, আবার কিছুক্ষণের মধ্যে আকাশজুড়ে কালো মেঘ।
সূত্র: সমকাল
Discussion about this post