“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া কুমারখালীতে সোমবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কুমারখালী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার,বীর মুক্তিযোদ্ধা,সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্রতিটি পরিবারে পুষ্টি চাহিদা মেটাতে ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে পারা মহল্লায় আরো সচেতনামূলক সেমিনার বৃদ্ধি করা,সেই সাথে বিশেষ করে শিশু ও মায়ের শরীরে পুষ্টির চাহিদা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্সে ও কমিউনিটি ক্লিনিক গুলোকে আরো জোড়ালো ভূমিকা রাখার আহবান জানান বক্তারা।
মোঃ রাকিব হোসেন
কুমারখালী,কুষ্টিয়া।
Discussion about this post