কুষ্টিয়া কুমারখালীরতে গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া র্যাব-১২ একটি আভিযানিক দল পলাতক এজাহার ভুক্ত আসামি কে গ্ৰেফতার করেছে।
গ্ৰেফতারকৃত ব্যক্তি উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা গ্ৰামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে হেলাল শেখ (২৮) । তার বিরুদ্ধে (১০ এপ্রিল) কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানার মামলা হয় ।
কুমারখালী থানা সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধনী/২০০৩) সালের আইনের ৯(৩)/৩০ এর এজাহারনামীয় পলাতক ২নং আসামী।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, কুষ্টিয়া র্যাব-১২ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আসামি হেলাল কে গ্ৰেফতার করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে মামলা নং-১২ তারিখ ১০ এপ্রিল ২০২২।
মোঃ রাকিব হোসেন
কুমারখালী,কুষ্টিয়া।