কুষ্টিয়া কুমারখালীতে উপজেলা প্রসাশনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বিতান কুমার মন্ডল উপজেলা নিবার্হী কর্মকর্তা, পৌর মেয়র সামছুজ্জামান অরুণ, শহীদুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, ভাইস-চেয়ারম্যান সাইদুল রহমান লালু, ভাইস-চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও জনপ্রতিনিধি গণ, সাংবাদিক বৃন্দ প্রমূখ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের মসজিদের ইমাম মাওলানা মোঃ জহিরুল ইসলাম।
মোঃ রাকিব হোসেন
কুমারখালী,কুষ্টিয়া।
Discussion about this post