কুষ্টিয়ার কুমারখালীতে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুমারখালী কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা মেজিস্টিস নাসরীন বানু। উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌর মেয়র জামান অরুণ,উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন,থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা কর্মকতা,বীর মুক্তিযোদ্ধা,সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
মোঃ রাকিব হোসেন
কুমারখালী,কুষ্টিয়া।
Discussion about this post