অনতিবিলম্বে দৈনিক আমার সংবাদ পত্রিকার টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রতিনিধি বাবুর মুক্তির দাবীতে টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে কালিহাতী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সরকারি বিধি লঙ্ঘন করে সাংবাদিকতা করা চাকরিজীবি রামকৃষ্ণ সাহাকে বাঁচাতে দৈনিক আমার সংবাদের নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি আজিজুল হক বাবুকে ফাঁসানো হয়েছে। এসময় মানববন্ধনে সুষ্ঠু তদন্তসাপেক্ষে মিথ্যে মামলা প্রত্যাহার ও নি:শ্বর্ত মুক্তির দাবী জানানো।
মানববন্ধনে কালিহাতী প্রেসক্লাবের সভাপতি মীর আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দাস পবিত্র’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- কালিহাতী প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল হাসান, রাইসুল ইসলাম লিটন, যুগ্মা সাধারণ সম্পাদক সোহেল রানা, মনির হোসেন, দপ্তর সম্পাদক মনসুর হেলাল বাদশা, ক্রীড়া সম্পাদক নুরনবী রবিন, আমার সংবাদের কালিহাতী প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক মফস্বলের কালিহাতী প্রতিনিধি ছানোয়ার হোসেন ও দৈনিক বাংলাদেশ সমাচার এর কালিহাতী প্রতিনিধি হারুন অর রশিদ প্রমুখ।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি