কুষ্টিয়ার কুমারখালীতে ১৪ জন এতিম শিশুদের পাঞ্জাবী ও ঈদ সামগ্রী এবং ৫০ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে শাড়ি,লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পৌর শিশু পার্কে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ড্রিম এলাইভ সেন্টার ও সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন নামের দুটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এসব ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়। সমাজের অসহায় দরিদ্র মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এমন উদ্যোগ নিয়েছেন সংগঠনটি।
এসময় অনুষ্ঠানে ফাউন্ডেশনটির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক নাইম জামানসহ
ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এসব ঈদ সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সেচ্ছাসেবী সংগঠন হিসেবে এই দুটি প্রতিষ্ঠান বিগত ৪ বছর যাবৎ উপজেলার বিভিন্ন পর্যায়ের অসহায় দরিদ্র মানুষের পাশে বিভিন্ন সময়ে সহযোগিতা অব্যাহত রাখছে। এই সকল সামাজিক কার্যক্রম আরো বৃদ্ধির লক্ষ্যে বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
মোঃ রাকিব হোসেন
কুমারখালী,কুষ্টিয়া।
Discussion about this post