নিজস্ব তহবিল থেকে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন সাংবাদিক মাসুদুর রহমান ।২৯ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর তিনি জামালপুরের সরিষাবাড়ীতে এ উপহার বিতরণ করেন।
ঈদ উপহার হিসেবে শতাধিক গরিব মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী ও নগদ টাকা বিতরণ করা হয়। মাসুদুর রহমান মুভি বাংলা টিভিতে স্টাফ রিপোর্টার, দৈনিক জনবানী পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার স্টাফ রিপোর্টার এবং অনলাইন দৈনিক আলোচিত সকালের সম্পাদক।
কথা হলে মাসুদুর রহমান জানান, মহাদুর্যোগের সময় যতটুকু পেরেছি সহযোগিতা করেছি , ইদ উল ফিতর এবং ইদ উল আযহায় প্রতি বছরেই আমি বিভিন্ন উপহার দিয়ে থাকি অসহায়, গরীব, এতিম এবং দুস্থদের। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।
মাসুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক
Discussion about this post