নিরাপদ সড়ক চাই টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে নিরাপদ সড়ক চাই কালিহাতী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক ইস্কান্দার মির্জার সভাপতিত্বে এ দোয়া ও ইফতার মাহফিল এবং পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক জহুরুল হক বুলবুল, মিজানুর রহমান তালুকদার, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনটির উপদেষ্টা দাস পবিত্র, সহ-সভাপতি আবুল মুনছুর, আবুল কাশেম,সাংবাদিক কামরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রানা, রবীন মিয়া, রাশেদুল হাসান, অর্থ সম্পাদক আনিছুর রহমান, দুর্ঘটনা, অনুসন্ধান ও গবেষণা সম্পাদক সাংবাদিক মনির হোসেন, আইন বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আল আমিন (সুজন রাজা), যুব বিষয়ক সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য সাংবাদিক মুহাম্মদ মুনসুর হেলাল, মাসুম আল মাহমুদ, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন সিদ্দিকী (কমল), মিঠু মিয়া, রাজা মাহমুদ ও রেজাউল করিম তালুকদার প্রমুখ।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post